আপনজন ডেস্ক: আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়ে বসে চেন্নাই সুপার কিংস শিবির। গত শুক্রবারই শোনা গিয়েছিল, চেন্নাই দলের বোলার দীপক চাহার ও ১২ জন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবারই আবার শোনা গিয়েছিল, সংক্রমিত দলের আরও এক ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়। পরে বিসিসিআই বিজ্ঞপ্তি দিয়ে জানায় দু'জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সহ মোট ১৩ জনের কোভিড-১৯ টেস্ট পজিটিভ।
ফলে আইপিএল শুরুর আগে সংশয় দেখা দেয়। চেন্নাইকে ছাড়া আইপিএল করার দাবি উঠে। দলের ১৩ জন সদস্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই দলের অন্যান্য ক্রিকেটারদের জন্য সুরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাঁঁটো করা হয়েছিল চেন্নাই সুপার কিংসের তরফ এবং বাকি ক্রিকেটার আবার করোনা পরিক্ষা করা হয়। তবে সুখবর চেন্নাইয়ের অনুগামীদের জন্য ১৩ জন সদস্য ছাড়া বাকিদের সাম্প্রতিক করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে।
প্রসঙ্গত, চেন্নাই সিইও কাসি বিশ্বনাথন সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ১৩ জন ছাড়া বাকি সকলের করোনা রিপোর্ট নেগেটিভ। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার আরও একবার করোনা টেস্ট করা হবে সকলের। এবং রিপোর্ট নেগেটিভ এলে শুত্রবার অনুশীলন শুরু করতে পারবে ধোনিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct