আপনজন ডেস্ক: আইপিএলের জন্য আমিরশাহি পৌঁছে গেলেও হঠাৎই ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন সুরেশ রায়না। যার ফলে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে চেন্নাই শিবিরে। গত শুক্রবারই জানা গিয়েছিল, চেন্নাই দলের বোলার দীপক চাহার ও ১২ জন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবারই আবার শোনা গিয়েছিল, সংক্রমিত দলের আরও এক ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়। ফলে চিন্তার ভাঁজ পড়েছে দলের ক্রিকেটার থেকে শুরু করে দলের অন্দর মহলেও।
রায়নার মতো একই পথে হেঁটে এবারের আইপিএল থেকে কি নিজেকে সরিয়ে নিতে পারেন হরভজন সিং। সূত্র মারফত জানা গিয়েছে মঙ্গলবার দুবাই পৌঁছনোর কথা ছিল হরভজনের। তবে এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের করোনা পরিস্থিতি খারাপ, দুই ক্রিকেটার সহ ১৩ জন করোনা প্রজেটিভ। তাই মঙ্গলবার হরভজনের দুবাই উড়ে যাওয়ার নিয়ে সংসয় দেখা গিয়েছে। নিজের সূচি পুনর্বিবেচনা করে দুবাই উড়ে যাওয়ার পরবর্তী তারিখ নির্ধারণ করতে পারেন হরভজন এমনকি এবছর ও আইপিএল থেকে সরিয়ে নিতে পারেন ভাজ্জি।
প্রসঙ্গত চিপক স্টেডিয়ামে চেন্নাইয়ের পাঁচ দিনের প্রস্তুতি শিবিরের উপস্থিত ছিলেনা না হরভজন। শুধু তাই নয় দলের সঙ্গে দুবাই উড়ে যাননি হরভজন সিং। সিএসকের তরফে জানানো হয়েছিল যে ব্যক্তিগত কারণেই হরভজন সিং দলের সঙ্গে দুবাই যেতে পারছেন না। শোনা গিয়েছিল হরভজনের মা অসুস্থ তার জন্যই দেশের বাইরে যেতে চাইছেন না তিনি। সিএসকে তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, দু-সপ্তাহ মধ্যেই আলাদাভাবে আমিরশাহিতে স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে হরভজন সিং এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct