আপনজন ডেস্ক: চিনের উহান প্রদেশ থেকে করোনা সংক্রমণ শুরু হলেও সেখানে এখন প্রায় স্বাভাবিক জীবন। কিন্তু পুরো চিন এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি। একইসঙ্গে বিশ্বজুড়ে ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণ। যদিও আশার কথা, অক্সফোর্ড করোনা ভ্যাকসিনের সূচনা করলেও তা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে এখনও সন্দিহান।
সাধারণ মানুষ ধারণা করেছিলেন করোনার প্রভাব হয়তো মাস খানেক থাকবে। কিন্তু বাস্তবে তার সীমা এখন বোঝা যাচ্ছে না। ক্রমশ বিস্তার হয়েই চলেছে। সাময়িক গতি স্লথ হলেও কবে শান্ত হবে তা কেউ বলতে পারছে না।
এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, করোনার শেষ কোথায় কেউ বলতে পারবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, মহামারি এই ভাইরাসটির প্রকোপ শেষ হয়েছে কোনো দেশই এমনটা বলতে পারে না। তবে প্রথামিকভাবে বছর খানেক ধরে করোনা দাপট হয়তো চলতেই থাকবে। তাই সতর্কতা সহ করোনা সম্পর্কিত বিধি নিষেধ মেন চলার আহ্বান জানান তিনি।
হু কর্তা গেব্রেয়াসুস বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এনেই পুনরায় স্বাভাবিক জীবনযাত্রা শুরু হলে তা সমাজে বিপর্যয় ডেকে আনতে পারে। তবে তিনি স্বীকার করেন গত আট মাস ধরে মানুষ বিধিনিষেধ মেনে চলতে চলতে অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন। তাই তারা যে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে তা সহজেই বোঝা যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘মহামারি এই করোনা ভাইরাসের প্রকোপ শেষ হয়ে গেছে কোনো দেশই আগাম এমনটা বলতে পারে না। বাস্তবতা হল, করোনা ভাইরাসটি সহজেই সংক্রমণ ছড়াচ্ছে। ফলে এর বিস্তার নিয়ন্ত্রণে না এনেই যদি সবকিছু সচল করে স্বাভাবিক করা হয় তাহলে তা হবে ভয়াবহ একটি বিপর্যয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct