আপনজন ডেস্ক: দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ‘পিঞ্জরা তোড়’-এর সদ্য দেবাঙ্গনা কলিতাকে জামিনে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট এদিন ২৫ হাজার টাকার বন্ডে দেবাঙ্গনাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। দেবাঙ্গনার বিরুদ্ধে অভিযোগ ছিল, সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি দাঙ্গায়ও তার হাত ছিল।
এদিন বিচারপতি সুরেম কুমার কাইট দিল্লির জওহরলাল নেহরুর ছাত্রী দেবাঙ্গনা কলিতাকে ২৫ হাজার টাকার ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। তবে কোর্টের নির্দেশ দেবাঙ্গনা কোনওভাবেই সাক্ষীদের প্র্রভাবিত করতে পারবেন না কিংবা প্রমাণ লোপাট করতে পারবেন না।
উল্লেখ্য, গত মে মাসে ‘পিঞ্জর তোড়’ গোষ্ঠীর সদস্য দেবাঙ্গনা কলিতা ও নাতাশা নারওয়ালকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তাদের বিরুদ্ধে সিএএ বিরোধী আন্দোলনের নামে দিল্লি দাঙ্গা ও পুরানো দিল্লির দরিয়াগঞ্জের হাঙ্গামায় ইন্ধন দেওয়ার অভিযোগ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct