আপনজন ডেস্ক: গ্রামের আর পাঁচজনের মতো তাড়াতাগি ঘুমিয়ে পড়েছিল পরিবারের সব সদস্য। কিন্তু তারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সময় তাদের জীবনে নেমে এল অন্ধকার। গভীর রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ। আর সেই বাড়ির ধ্বংসাবশেষের তলায় আটকে পড়ে আহত হল পরিবারের বেশ কয়েকজন। তাদের মধ্যে রয়েছে শিশুও।
রাত তখন সাড়ে বারোটা-একটা। রাতের অন্ধকারে ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় এই মাটির বাড়ি ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকের মথুরাপুর গ্রামে। নিতান্তই গরিব পরিবার বাস করে থাকে এই মাটির ঘরে। বিধবা রঙ্গিলা শেখ বছর কুড়ি আগে তার স্বামীকে হারানো পর পরিচারিকার কাজ করে দিন গুজরান করেন। সঙ্গে তার প্রতিবন্ধী ছেলে শুকুর। এবাবেই ছিলেন ওই কুঁড়েঘরে। যদিও এদিন রাতে তার সঙ্গে ছিলেন তাদের দেখতে আসা ছোট বোন। সঙ্গে ছিল তার শিশুকন্যাও। তারাও বাড়ি ভেঙে পড়ার শিকার হয়।
মাটির বাড়ি ভেঙে পড়ার শব্দ পেয়ে দ্রুত ছুটে আসেন প্রতিবেশীরা। তারা গিয়ে দেখেন মাটি চাপা পড়ে আছে শিশু সহ দুই মহিলা। তারা উদ্ধার করেন তাদের। তবে, আহত হলেও আঘাত গুরুতর নয়। বাড়ি ধসে পড়ায় ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ায় পথে বসেছেন রঙ্গিলা। ভেবে পাচ্ছেন না কীবাবে ঘরের সামগ্রী কিনবেন। তার উপর সংসার চালানোর খরচ। তবে মুখ চেয়ে বসে আছেন যদি সরকারি তরফে স্থানীয় গ্রামপঞ্চায়েত তার জন্য কিছু সাহায্যর ব্যবস্থা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct