আপনজনে ডেস্ক: দীর্ঘ কর্ম বিরতি শেষ করে বলিউড যখন সিনেমার কাজে নামছে, তখন অনেকেই মনে করেছিলেন সেপ্টেম্বরেই সিনেমা হল খুলে যাবে। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে চতুর্থ দফা ‘আনলক ৪' ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এতে বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছে সিনেমা হল। এর ফলে সামনের অক্টোবরের আগে খুলছে না বলিউডের কোনো সিনেমা হল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানা যায়, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, নাট্যমঞ্চ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া যে কোনো আন্তর্জাতিক বিমানযাত্রার উপরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকছে। নতুন নির্দেশিকায় নিষেধাজ্ঞা আরোপের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে মুক্তমঞ্চগুলোকে। যদিও সিনেমা হল ও থিয়েটার প্রদর্শনের প্রেক্ষাগৃহের উপরে বহাল থাকছে নিষেধাজ্ঞা। সরকারের এই নির্দেশে খুশি হতে পারেনি বলিউডের পরিচালক-প্রযোজকরা। চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর সিনেমা হল না খোলা নিয়ে বলিউড হ্যাঙ্গামাকে নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct