আপনজনে ডেস্ক: গোটা বিশ্বে এপর্যন্ত প্রায় ২.৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ আগস্ট সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ১৫১ জন। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মূত্যু বরণ করেছেন ৮ লাখ ৪১ হাজার ৫৪৯ মানুষ। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আমেরিকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৪৬ হাজার ১৫৩ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ২০ হাজার ২৬২ জনের। এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬২ হাজার ৫৫০ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৯ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গিয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭৬০ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct