আপনজনে ডেস্ক: পথ দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়েছিলেন ৭২ বছর বয়সী গঙ্গারাম। সেই শোকে দীর্ঘ ৩২ বছর ধরে বিনা পারিশ্রমিকে ট্রাফিক পুলিশের দায়িত্ব সামলান তিনি। দিল্লির সিলামপুরেই রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারান গঙ্গারামের একমাত্র ছেলে। নিজের ছেলের মূত্যুর খবর শুনে গঙ্গারামের পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ছেলে হারানোর শোক কোনোভাবেই কাটাতে পারছিলেন না। কিছুদিন পর ছেলের দুঃখে গঙ্গারামের স্ত্রী মারা যান। এরপর নিঃসঙ্গ জীবন শুরু হল গঙ্গারামের। তখনই ঠিক করেন, যে সড়ক দুর্ঘটনা তার জীবনটাকে তছনছ করে দিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি। এরপর থেকে প্রতিদিন হাতে লাঠি নিয়ে, ইউনিফর্ম পরে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রাফিক কন্ট্রোল করা শুরু করেন গঙ্গারাম। সিলামপুরের ট্রাফিক সিগন্যালেই টানা ৩২ বছর দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। এই কাজের জন্য তিনি কোনো বেতনও নেন না। এরপরেও একদিনের জন্যও দায়িত্ব পালনে অবহেলা নাই তার। করোনা আবহেও তিনি পথে দাঁড়িয়ে অন্যদের গাড়ি সুষ্ঠভাবে চালিয়ে যেতে সাহায্য করে চলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct