আপনজনে ডেস্ক: করোনা প্রতিরোধে তামাক পাতা থেকে বানানো ভ্যাকসিন প্রথম ধাপে সফল বলে দাবি করলেন থাইল্যান্ডের গবেষকেরা। তামাক পাতা থেকে বানানো থাই গবেষকদের এ ভ্যাকসিন বানরের ওপর প্রয়োগ করেন।এ পরীক্ষা সফল বলে দাবি করেন থাইল্যান্ডের চুলালংকর্ন ইউনিভার্সিটির গবেষক ড. থিরাভাত হেমাচুদা। একই সঙ্গে তিনি থাই রেড ক্রস অ্যামেজিং ইফেক্টিয়াস ডিজিজ হেলথ সায়েন্স সেন্টারের প্রধান। ডা. থিরাভাতকে এক প্রতিক্রিয়ায় জানান, তামাক পাতায় ভাইরাসের ডিএনএ মিশিয়ে ভ্যাকসিনটির গবেষণা শুরু হয়। ডিএনএ মেশানোয় তামাক পাতা আশানুরূপ সাড়া দেয় এবং এক সপ্তাহ পরে প্রোটিন উৎপাদন করে। এই প্রোটিন থেকে বানানো হয় ভ্যাকসিন। প্রথম ধাপের পরীক্ষায় ইঁদুর ও বানরের দেহে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এতে সফল হওয়ায় দ্বিতীয় ধাপে মানুষের ওপর পরীক্ষায় যাবেন গবেষকেরা। ডা. থিরাভাত বলেন, বিশেষ তামাক পাতা থেকে বানানো হয়েছে এ ভ্যাকসিন, ফলে এটির উৎপাদন সহজ এবং কম খরচ পড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct