আপনজনে ডেস্ক: লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার পথে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়ে ছিল স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছিল, মেসির ফ্রি’তে বার্সেলোনা ছাড়ার কোনো সুযোগ নেই। তাকে বার্সা ছাড়তে হলে ৭০০ মিলিয়ন ইউরো (প্রায় সাত হাজার কোটি টাকা) রিলিজ ক্লজের পুরাটাই পরিশোধ করতে হবে বার্সেলোনাকে।
মেসির রিলিজ ক্লজ এত বেশি যে কোনো ক্লাব মেসিকে পেতে গিয়ে এই পরিমাণে রিলিজ ক্লজ খরচ করতে রাজি হয় কি না সেটাই দেখার বিষয় ছিল। শুধুমাত্র ৭০০ মিলিয়ন ইউরোই নয়, মেসির মোটা অংকের পারিশ্রমিকও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।
তবে মোটা অঙ্কের রিলিজ ক্লজ দিয়ে আর্জেন্টিনার এই মহাতারকাকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার সিটি। মেসি যখন বার্সা ছাড়তে বদ্ধপরিকর তখন এই সুযোগটা কাজে লাগাতে চান ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি।
স্পেনের সংবাদমাধ্যম রিপোর্ট অনুযায়ী দুটি ধাপে ৫ বছরের চুক্তিতে মোট ৭৫০ ইউরো প্রস্তাব দেওয়া হচ্ছে মেসিকে। প্রথম তিন বছর মেসি খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটিতে। দ্বিতীয় ধাপে পরের দুই বছর মেসি খেলবেন ম্যানসিটিরই সিস্টার ক্লাব যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে নিউইয়র্ক সিটির হয়ে।
পাঁচ বছরে চুক্তিতে মেসি ম্যানচেস্টার সিটির কাছ থেকে প্রতেক বছর আয় করবেন ১০০ মিলিয়ন ইউরো করে। ৫ বছরে অঙ্কটা দাঁরায় ৫০০ মিলিয়ন ইউরো। এর সঙ্গে নিউইয়র্ক সিটিতে যাওয়ার জন্য বোনাস হিসেবে ২৫০ মিলিয়ন ইউরো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct