আপনজন ডেস্ক: আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সম্পাদক ও ‘আনন্দবাজার গ্রুপ অব পাবলিকেশনস’-এর এডিটর এমিরেটস ও ভাইস চেয়ারম্যান অভীক সরকার এবার প্রখ্যাত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। শনিবার পিটিআইয়ের বোর্ড অব ডিরেক্টর্সের সভায় অভীক সরকারকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে পিটিআই-এর প্রধান ছিলেন পঞ্জাব কেশরী গ্রুপের প্রধান সম্পাদক বিজয় কুমার চোপড়া। এবার পিটিআইয়ের শীর্ষ পদে এলেন অভীক সরকার।
উল্লেখ্য, আনন্দবাজার পত্রিকার সম্পাদক অশোক কুমার সরকারের মৃত্যুর পর থেকে দীর্ঘদিন ধরে সম্পাদকের গুরুদায়িত্ব পালন করে এসেছিলেন অভীক সরকার। এছাড়া ইংরেজি দৈনিক ‘টেলিগ্রাফ’ ছাড়াও বেশ কিছু ম্যাগাজিন রয়েছে আনন্দবাজার গ্রুপে। বিভিন্ন ভাষায় রয়েছে ছ’টি টেলিভিশন চ্যানেল। সেসবেরও গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর অভীক সরকার ব্রিটেনে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন। সেখানে তিনি সানডে টাইমসের প্রবাদপ্রতিম সম্পাদক স্যর হ্যারল্ড ইভান্সের মতো ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন। সাংবাদিকতার জগতে দিকপালদের মধ্যে অন্যতম এডউইন টেলর, ইয়ান জ্যাকের মতো ব্যক্তিত্বের কাছে নিয়েছেন সাংবাদিকতার পাঠ। বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকতার সূত্রে ভ্রমণও করেছেন।
তাই পিটিআইয়ের মতো প্রখ্যাত সংবাদ সংস্থার চেয়ারম্যান পদ অভীক সরকারের মুকুটে নতুন পালক বলা যায়। তবে পিটিআই গ্রুপে অভীকবাবু ছাড়া অন্যান্য বোর্ড মেম্বারদের মধ্যে রয়েছেন বিনীত জৈন (টাইমস অব ইন্ডিয়া), এন রবি (দ্য হিন্দু), বিবেক গোয়েঙ্কা (দ্য এক্সপ্রেস গ্রুপ), মহেন্দ্র মোহন গুপ্ত (দৈনিক জাগরণ), কে এন সনৎ কুমার (ডেকান হেরাল্ড), রিয়াড ম্যাথু (মালয়লা মনোরমা), এম ভি শ্রেয়ামসকুমার (মাতৃভূমি), আর লক্ষ্মীপি (দিনামালার), হরমুসজি এন কামা (বম্বে সমাচার), প্রবীণ সোমেশ্বর (হিন্দুস্তান টাইমস), বিচারপতি আর সি লাহোটি, দীপক নায়ার, শ্যাম সারন এবং জে এফ পচকানওয়ালা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct