আপনজন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান দল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে বার্সেলোনাকে লজ্জার হার হারতে হয়েছিল, যার ফলে এক সপ্তাহ আগে বিক্ষুব্ধ মেসি জানিয়ে দিয়েছিলেন তিনি অবিলম্বে ক্লাব ছাড়তে চান। দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে। দীর্ঘ ২০ বছর পুরোনো সম্পর্ক বার্সেলোনা ও মেসির মধ্যে, আর এই সম্পর্ক ছিন্ন করতে চাইছেন না বার্সা সমর্থকরা থেকে শুরু করে বার্সার কর্তারা।
সোমবার থেকেই নতুন কোচের নের্তৃত্বে আগামী মরশুমের জন্য বার্সেলোনার অনুশীলন শুরু হচ্ছে। রবিবার গোটা স্কোয়াডের জন্য নির্ধারিত কোভিড টেস্টিং থাকলেও, পরীক্ষা করলেন না মেসি। বার্সেলোনার তরফে জানানো হয়েছে স্কোয়াডের মেসি বাদে সবাই এদিন কোভিড টেস্টিং করিয়েছেন।
তবে ক্লাবের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই মেসিকে তারা এই মুহূর্তে ছাড়তে চায় না। ক্লাবের তরফে জোর দেওয়া হচ্ছে ২০২১ এর জুনে চুক্তি শেষ হওয়া পর্যন্ত মেসি যেন ক্লাবেই থাকে। তবে টেস্ট করাতে না এসে মেসি নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত স্পষ্ট করে দিলেন।
মেসির ক্লাব ছাড়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। বার্সার অনুমতি ছাড়াই অন্য ক্লাবে মেসি যোগ দিলে সংশ্লিষ্ট দলকে রিলিজ ক্লজ বাবদ ৭০০ মিলিয়ন ইউরো দিতে হবে ( ভারতীয় মুদ্রায় প্রায় ৬১৪৫ কোটি টাকা) বলে জানিয়েছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ।
ফলে দুই পক্ষের সামনে আলোচনা ছাড়া উপায় নেয়। শোনা যাচ্ছে আগামী বুধবারই মেসির বাবা হোর্হে মেসি বৈঠকে বসতে যাচ্ছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যুর সঙ্গে। প্রসঙ্গত বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুও পদত্যাগ করতে রাজি হয়েছেন বলে শোনা যাচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম খবর অনুযায়ী সেই দিনই হয়তো নির্ধারিত হবে মেসির ভবিষ্যৎ। তিনি কি বার্সেলোনায়ই ফিরবেন, নাকি বার্সা ছেড়ে যাবেন। যদি বার্সা ছেড়ে চলে যান, তাহলে কীভাবে যাবেন সেটাও ঠিক হয়ে যেতে পারে। এ ছাড়া সংবাদম্যাধমটি জানিয়েছেন হোসে মারিয়া বার্তেম্যুর সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ হচ্ছে মেসির বাবা হোর্হে মেসির। দুজনেই সম্মত হয়েছে আগামী বুধবার একসঙ্গে বসতে রাজি হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct