আপনজন ডেস্ক: ক্লাবের সঙ্গে সম্পর্ক যে পুরোপুরি ছিন্ন করতে বদ্ধপরিকর, সেটা বুঝিয়ে দিলেন মেসি। রবিবার গোটা স্কোয়াডের জন্য নির্ধারিত কোভিড টেস্টিং থাকলেও, পরীক্ষা করলেন না মেসি। বার্সেলোনার তরফে জানানো হয়েছে স্কোয়াডের মেসি বাদে সবাই এদিন কোভিড টেস্টিং করিয়েছেন। সোমবার থেকেই আগামী মরশুমের জন্য বার্সেলোনার অনুশীলন শুরু হচ্ছে। দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন না মেসি সেটা কোভিড টেস্ট না করে বুঝিয়ে দিলেন। প্রসঙ্গত কোভিড টেস্ট না করায় আবার পুরো ফুটবল বিশ্বে মুখে একটাই প্রশ্ন হচ্ছে, মেসি যাবেন কোথায়?আর্জেন্টিনার এই মহাতারকাকে দলে নিতে বিশ্বের যে কোন ক্লাব আগ্রহী। বিভিন্ন সময়ে ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজি, ইন্টার মিলান এমনকি রিয়াল মাদ্রিদের নাম উঠে এসেছে। মেসির বার্সেলোনা ছাড়ার পথে বড় বাধা হয়ে দাড়ালো স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। লা লিগা জানিয়েছে, মেসির ফ্রি’তে বার্সেলোনা ছাড়ার কোনো সুযোগ নেই। বার্সার অনুমতি ছাড়াই অন্য ক্লাবে মেসি যোগ দিলে সংশ্লিষ্ট দলকে রিলিজ ক্লজ বাবদ ৭০০ মিলিয়ন ইউরো দিতে হবে ( ভারতীয় মুদ্রায় প্রায় ৬১৪৫ কোটি টাকা)। মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ আগামী বছরের ৩০ জুন । তার আগে ক্লাব ছাড়তে হলে রিলিজ ক্লজের পুরোটাই দিতে হবে। মেসির রিলিজ ক্লজ এতবেশি যে কোনো ক্লাব মেসিকে পেতে গিয়ে এই পরিমাণে রিলিজ ক্লজ খরচ করতে কি রাজি হবে সেটাই এখন দেখার বিষয়। শুধুমাত্র ৭০০ মিলিয়ন ইউরোই নয়, মেসির মোটা অংকের পারিশ্রমিকও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লা লিগা ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘বিভিন্নভাবে মিডিয়ায় গত কয়েকদিন ধরে বিভিন্ন নিউজ প্রকাশ হচ্ছে। মেসি এবং ক্লাব বার্সেলোনার মাঝে চুক্তির বিষয়টি নিয়ে যে মতোবিরোধ তৈরি হয়েছে, এই বিষয়গুলো লা লিগা যাচাই করে দেখার প্রয়োজন বলে মনে করেছে। এই সমস্যা সমাধানে যে প্রক্রিয়া রয়েছে, সে আলোকে লা লিগা ক্লজে বর্ণিত অ্যামাউন্ট পরিশোধ ছাড়া ওই প্রক্রিয়া সম্পন্ন করবে না।’ লা লিগার এই ঘোষণার পর মেসির বার্সা ছাড়া কঠিন হয়ে গেলো। এখন দেখার বিষয় কোনো ক্লাব মোটা অঙ্কের রিলিজ ক্লজ পরিশোধ করে মেসিকে দলে নিতে আগ্রহী দেখায় কি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct