আপনজন ডেস্ক: করোনা টেস্ট করার পর দেখা যায় রিপোর্ট পজিটিভ। তখন স্বামী-স্ত্রী ঘর ছেড়ে পালাতে চেষ্টা করেন স্বাস্থ্য কর্মীদের হাতের নাগালের বাইরে যেতে। কিন্তু পালাতে গিয়ে ধরা পড়লেন গ্রামবাসীদের হাতে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার ইন্দ্রনারায়নপুর উত্তরপাড়ায়।। মাত্র এক বছরের বিবাহিত জীবন। করোনা হওয়ায় স্বামী-স্ত্রী তাই কেউ কাউকে না ছেড়ে একে অপরের হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। কিন্তু এলাকার লোকজন ধরে স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায় রনজিত মন্ডল এবং তার স্ত্রী অর্পিতা মন্ডল গতকাল পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে যান লালা রস পরীক্ষার জন্য।পরীক্ষা করার পর স্বাস্থ্য দফতর থেকে জানতে পারে তারা করোনা পজিটিভ। স্বাস্থ্য দফতর থেকে বলা হয় কাকদ্বীপের সেফ হোমে তাদের পাঠানো হবে। সেইমতো প্রস্তুতি চলতে থাকে কিন্তু সুযোগ বুঝে স্বামী-স্ত্রী পাথরপ্রতিমা রামগঙ্গা ফেরি নৌকা পারিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরে তার পরে কাপড়-চোপড় গুছিয়ে দুজনে বেরিয়ে পড়ে অজানা এলাকার উদ্দেশ্যে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর স্বামী-স্ত্রীকে খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় ফোন করে ওদের কথা জানায়। ফোন আসে দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এর কাছে। সঙ্গে সঙ্গে তিনি এলাকায় ওদের খুঁজে করার উদ্দেশ্যে লোকজন লাগিয়ে দেয়। কাপড় চোপড় গুছিয়ে বাড়ি থেকে বেরোতে দেরী হতে এলাকার লোকজন রাস্তার উপরে তাকে ধরে ফেলে। তাদেরকে বুঝিয়ে বহুমুখী ঝড় কেন্দ্রে রেখে যায়। খবর যায় স্বাস্থ্য দফতরের কাছে। স্বাস্থ্য কর্মীরা এসে রাত্রে তাদের সেফ হোমে নিয়ে যান বলে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct