আপনজন ডেস্ক: ভারতীয় ক্রিকেটের চরম সংকটের দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই যে নতুন টিম ইন্ডিয়ার জন্ম হয়েছিল, সেই কথা বারবার উঠে এসেছে ক্রিকেটে বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটারদের মুখে। বর্তমানে ভারতীয় ক্রিকেট যে উন্নতির শিখরে পৌঁছেছে তার ভিত স্থাপন করেছিলেন সৌরভ। এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাকি টি-টোয়েন্টির উপযুক্ত ছিলেন না, এমনই মন্তব্য করে বসলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন হেড কোচ জন বুকানন।
২০০৮ সালে আইপিএলের শুরুর লগ্নে সৌরভ ছিলেন কেকেআরের ক্যাপ্টেন এবং দলের অন্যতম ভরসা। আর সেই সময় নাইট শিবিরের হেড কোচের দায়িত্বে ছিলেন অজি জাতীয় দলের প্রাক্তন কোচ জন বুকানন। ২০০৮ সালে সৌরভের নেতৃত্বে থাকা কেকেআর দল লিগ টেবিলের ৬ নম্বরে শেষ করে। পরের মরসুমে ব্রেন্ডন ম্যাকালামের নেতৃত্বে খেলেছিল কলকাতা। কিন্তু সেই বছর লিগ টেবিলের তলানিতে শেষ করে কেকেআর। পর পর দু'টি মরশুমে দল ব্যর্থ হওয়ায় ছেঁটে ফেলা হয় বুকাননকে। সৌরভের সঙ্গে বুকানানের সম্পর্ক যে খারাপ ছিল তা বার বার শোনা গিয়েছে। সৌরভের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুলেলেন বুকানান।
বিসিসিআই সভাপতি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অজি কোচ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার সেই সময়ের ভাবনা ছিল যে অধিনায়ককে এই ফরম্যাটে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আর অধিনায়কের খেলাকে এই ফরম্যাটের উপযোগী হতে হবে। তার জন্যই সৌরভের সঙ্গে আলোচনা করেছিলাম। আমার মনে হয়নি এই ফরম্যাটের জন্য সৌরভ উপযুক্ত। আর নিশ্চিতভাবেই এই ফরম্যাটে অধিনায়ক হওয়ার মতো সঠিক ব্যক্তি সে ছিল না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct