আপনজনে ডেস্ক: এতদিন অনলাইনে লেনদেন করতে গিয়ে আলাদা করে চার্জ দিতে হয়েছে বিভিন্ন ব্যাংকার ক্ষেত্রে। তবে এবারে অনলাইন লেনদনের ক্ষেত্রে চার্জ বাবদ কোনওরকম অর্থ নেওয়া যাবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। দেশের সব ব্যাঙ্ককে এমনই নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রক।
এই মর্মে রবিবার ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স’ (সিবিডিটি)-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘২০১৯ সালের ৩০ ডিসেম্বরের সার্কুলার নম্বর ৩২/২০১৯-এর লঙ্ঘন করা হচ্ছে। ২০২০ সালের ১ জানুয়ারি ও তারপর থেকে বৈদ্যুতিন মাধ্যমে কোনও লেনদেনের উপর এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট)-সহ কোনওরকম চার্জ কার্যকর হবে না। (পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টের) ১০এ ধারার আওতায় তা জারি করেছিল সিবিডিটি।’
Banks are also advised not to impose any charges on any future transactions carried through these prescribed modes.(2/2)@nsitharamanoffc @Anurag_Office @FinMinIndia @PIB_India — Income Tax India (@IncomeTaxIndia) August 30, 2020
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে আগে থেকেই খবর ছিল যে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও কয়েকটি ব্যাঙ্ক বাড়তি চার্জ নিচ্ছে। এই ব্যাঙ্কগুলি ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট’ লঙ্ঘন করেই নির্দিষ্ট সংখ্যা পেরিয়ে যাওয়ার পর প্রতিটি লেনদেনের উপর চার্জ চাপাচ্ছিল।
সেজন্য অর্থ মন্ত্রকের তরফে ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অনলাইন লেনদেনের (তথ্যপ্রযুক্তি আইনের ২৬৯ এস ইউ ধারা) উপর কোনও রকম চার্জ ধার্য করা হলে তা অবিলম্বে গ্রাহকদের ফিরিয়ে দিতে হবে। সেই সঙ্গে জানিয়েছেন, যে ভবিষ্যতেও অনলাইন লেনদেনের ক্ষেত্রে কোনও রকম বাড়তি চার্জ ধার্য করা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct