আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে এখন বিজেপি শাসন চলছে। সেই বিজেপি দলেরই এক বিধায়ক বিধানসভায় জানতে চেয়েছিলেন ওই রাজ্যে কত ব্রাহ্মণকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয় তাদের নিরাপত্তা নিয়ে সরকারি কি ব্যবস্থা সে সব নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান তিনি।
এরপর উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতর থেকে সমস্ত জেলাশাসককে চিঠি পাঠানো হয়েছে, কতজন ব্রাহ্মণের কাছে লাইসেন্স ধারী বন্দুক আছে আর কতজন বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। এই নির্দেশের পর বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, স্বরাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি প্রকাশ চন্দ্র আগারওয়ালের স্বাক্ষর করা চিঠি ১৮ আগস্ট সব জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে। আর ২১ আগস্টের মধ্যে ব্রাহ্মণদের বন্দুক সংক্রান্ত তথ্য দিতে বলা হয়।
এই চিঠি নিয়ে প্রকাশ চন্দ্র কোনো মন্তব্য করতে না চাইলেও ইতিমধ্যে মাত্র একজন জেলাশাসক এই তথ্য পাঠিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট সুলতানপুর লামভূঞা থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক দেবমানি দ্বিবেদী বিধানসভায় প্রিন্সিপাল সেক্রেটারি প্রদীপ দুবের কাছে ব্রাহ্মণদের নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান। তার মধ্যে উল্লেখযোগ্য হল, কতজন ব্রাহ্মণকে ওই রাজ্যে গত তিন বছরে খুন করা হয়েছে, কতজন ব্রাহ্মণকে গ্রেফতার করা হয়েছে, কতজন অভিযুক্ত, সরকার কতজন ব্রাহ্মণকে বন্দুকের লাইসেন্স দিয়েছে, কতজন ব্রাহ্মণ বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছেন, আর সরকার ব্রাহ্মণদের সুরক্ষায় কি ব্যবস্থা নিয়েছে ইত্যাদি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct