আপনজন ডেস্ক: একেই বলে পাষণ্ড বাবা। নিজের তিন মাসের শিশুকন্যাকে বেচে দিয়ে নিজের শখ মেটাতে স্মার্টফোন কিনলেন বাবা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার তিনাকাল গ্রামে। তবে, শুধু স্মার্ট ফোন নয়, নিজের শিশুকন্যা লাখ টাকায় বিক্রি করে ওই পাষণ্ড বাবা কিনেছেন একটা মোটরসাইকেলও।
জানা গেছে, প্রায় তিন মাস আগে কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার তিনাকাল গ্রামে এক কৃষকের পরিবারে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। আর সেই সন্তানকে ১ লাখ টাকায় অন্য এক দম্পতির কাছে বিক্রি করে দেন সেই কৃষক। এরপর বিক্রির অর্থ থেকে ১৫ হাজার টাকা দিয়ে একটি স্মার্টফোন কেনেন। আর ৫০ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কেনেন। কিন্তু হঠাৎ কীভাবে এই গরিব কৃষকের হাতে স্মার্ট ফোন ও মোটরসাইকেল এল তা নিয়ে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।
এই ঘটনা জানাজনি হওয়ায়্ ওই কৃষকের বাড়ির কাছে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তারা বাড়ির মধ্যে ঢুকে ওই কৃষকের তিনমাসের শিশুকন্যাকে দেখতে না পেয়ে সন্দেহ করেন তাকে বিক্রি করেছেন কিনা। সেই সন্দেহবশত পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। কিন্তু ততক্ষণে চম্পট দেন পাষণ্ড বাবা।
যদিও পুলিশ তল্লাশি চালিয়ে বিক্রি করে দেওয়া তিনমাসের শিশুটিকে উদ্ধার করে। বেঙ্গালুরু শহর থেকে ৭০ কিমি দূরে মালামচালানহালি গ্রামের যে সন্তানহীনা ৫০ বছর বয়সি দম্পতি শিশুটিকে কিনেছিলেন তার সন্ধান পায় পুলিশ। পুলিশ সেই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। যদিও ওই তিনমাসের শিশুর বাবাকে পুলিশ খুঁজে পায়নি। তবে তার খোঁজে জোর তল্লাশি চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct