আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের কারণে ২০২১ সালের জনগণনা ও জাতীয় নাগরিক পঞ্জি বা এনপিআর-এর কাজ আপাতত হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ আধিকারিক সূত্র উল্লেখ করে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। তবে আপাতত জনগণনা ও এনপিআর-এর কাজ স্থগিত করা হলে তা ফের কবে শুরু হবে তা নিয়ে এখনই কোনও কবর নেই। যদিও আধিকারিক সূত্র জানিয়েছে, এক বছর পিছিয়ে যেতে পারে জনগণনা ও এনপিআর-এর কাজ।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে জনগণনা ও জাতীয় নাগরিক পঞ্জি বা এনপিআর-এর কাজ দেশজুড়ে শুরু হওয়ার কথা। শুধু তাই নয়, এই কাজ শেষ হওয়ার কথা ৩০ সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু দেশে যা করোনা পরিস্থিতি তাতে কোনওবাবেই বাড়ি বাড়ি গিয়ে জনগণনা এবং এনপিআর-এর কাজ শুরু করা সম্বব নয় বলে কেন্দ্রীয় সরকারের অফিসাররা মনে করছেন।
এ ব্যাপারে এক প্রবীণ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, জনগণনা এখন অতিপ্রয়োজনীয় কাজ নয়। যদি এক বছর দেরি করে দেওয়া যায় তাহলে কোনও ক্ষতি হবে না। আধিকারিক সূত্র আরও জানিয়েছে, ২০২১ সালের জনগণনা ও এনপিআর-এর প্রথম পর্যাোয়ের কাজ ঠিক কবে শুরু হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, যেভাবে করোনা সংক্রমন বাড়ছে তাতে ২০২০ সালে এই কাজ শুরু করা সেম্বব নয় বলে তিনি জানান।
তিনি আরও জানান, জনগণনা ও এনপিআর-এর কাজে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার জন্য ৩০ লক্ষ কর্মী নিয়োজিত হবেন। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সেই কাজ করা এখন খুবই ঝুঁকির কাজ। যদিও এর আগে পরিস্থিতি বিচার করে জম্মু কাশ্মীরে ২০২১ সালের ১ মার্চ এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ১ অক্টোবর ২০২০ থেকে জনগণনা ও এনপিআর-এর কাজ শুরু হওয়ার কথা। সেটাই অনিশ্চিত হয়ে পড়েছে।