আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ নিয়ে দেশ এখন ব্যতিব্যস্ত রয়েছে। এ রাজ্যেও বিশেষ সতর্কতা অবলম্বন নেওয়া হয়েছে। তাই মুসলিম আলেমরা আবেদন জানিয়েছিলেন মুসলিমদের ত্যাগের উৎসব মুহাররম উপলক্ষে যেন শোভাযাত্রা স্থগিত রাখা হয়। তাতে ভালই সাড়া মিলেছে বিশেষ করে এ রাজ্যে। বহু জায়গায় মুহাররমরে তাজিয়ার পরিবর্তে নানা সমাজসেবামূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। সে রকম এক ভাল উদ্যোগ নিতে দেখা দিল দক্ষিণ ২৪ পরগনার সরিষায়। আর এই ভালো উদ্যোগ নিয়েছেন সরিষার ব্যবসায়ীরা। সাধারন মানুষকে করোন সচেতনার জন্য নানা সামগ্রী বিতরণ করলেন তারা।
রোবাবর ডায়মন্ড হারবার ২ নং ব্লকের সরিষা মৃত্যুঞ্জয় গ্রামীণ হাসপাতালের মুমূর্ষু রোগী ও কোভিড যোদ্ধাদের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ফল সহ খাবারে প্যাকেট দেওয়া হয় সরিষাহাট ব্যবসায়ীদের পক্ষ থেকে। করোনা সংক্রমণের সরকারি বিধিনিষেধ মেনেই মুমূর্ষু রোগীদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন ডায়মন্ড হারবার ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহাবুবার গায়েন।
পাশাপাশি তিনি জানান, মহরমের পবিত্র শোকের দিনকে মানব সেবার মাধ্যমে উদযাপিত করতেই এমন অভিনব উদ্যোগ নেন সরিষা হাট ব্যবসায়ীবৃন্দ। এদিন প্রায় শতাধিক খাবারের প্যাকেট ও হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয় মূলত মানুষের প্রতি বার্তা দিতে যে, করোনা পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচানোর উদ্যোগ নেওয়া আগে প্রয়োজন। ধর্মীয় উৎসব পালন পরে।