আপনজন ডেস্ক: মুসলিম বিশ্বে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ক্রমশ জনপ্রিয় অর্জন করে চলেছেন। ইস্তান্বুলের আয়া সোফিয়া সহ আরও একটি ঐতিহ্যময় মিউজিয়ামকে মসজিদের ফিরিয়ে দেওয়ায় বিভিন্ন মুসলিম দেশ প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ইরোপ কিংবা আমেরিকাসহ পশ্চিমা দেশগুলি তাকে বালো চোখে দেখছেন না। এরদোগানের মধ্যে ইসলামি মনোভাব স্পষ্ট হয়ে ওঠায় কট্টরপন্থীদের তালিকায় ফেলতে চায়। ইউরোপ গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ভূমধ্যসাগরের সীমানা ও গ্যাস উত্তোলন নিয়ে বিরোধে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সংস্থার পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই হুমকির কথা জানান। তবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে সংকট নিরসনে আলোচনায় বসার অনুরোধও জানান জোসেফ বোরেল।
দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের নিকটবর্তী এলাকায় জলসীমানা ও জ্বালানি খনির মালিকানা নিয়ে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এথেন্স ও আঙ্কারার মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা। পাল্টাপাল্টি নৌমহড়া করছে দুই প্রতিবেশী রাষ্ট্র গ্রিস ও তুরস্ক। সেই আবহের মধ্যে ভূমধ্যসাগরে তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। রোববার তুরস্কের ৯৮তম বিজর দিবস উপলক্ষে আঙ্কারায় এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন। এরদোগান সাফ জানান, উল্লেখ্য, ১৯২২ সালে গ্রিক বাহিনী দামলুপিনারে তুরস্কের হাতে যুদ্ধে পরাস্ত হয়। তারই স্মরণে বিজয় দিবস উদযাপিত হয়।
বিজয় দিবসের বক্তৃতায় পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা নিয়ে এরদোগান বলেন, পূর্ব ভূমধ্যসাগরে বিশেষ করে (ভয় দেখানো বা ব্লাকমেইলের করে) তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না। আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তি থেকে উদ্ভূত তার অধিকার রক্ষা করতে থাকবে।
উল্লেখ্য, ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তেজনা চলছে। এরই মধ্যে আইওনিয়ান সাগরে আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে গ্রিস। এ নিয়ে আঙ্কার পক্ষ থেকে অ্যাথেন্সকে যুদ্ধের হুমকি দেয়া হয়েছে। আইওনিয়ার সাগরের জলসীমা ৬ নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে ১২ নটিক্যাল মাইল বৃদ্ধি করা হলে এটি যুদ্ধের কারণ হবে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্ললু মন্তব্য করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিতসোটাকিস বলেন, সরকার আইওনিয়ান সাগরে ইতালির মুখোমুখি গ্রিসের আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার একটি বিল জমা দেওয়ার পরিকল্পনা করছে। ভবিষ্যতে অন্যান্য সামুদ্রিক এলাকায় গ্রিস তার আঞ্চলিক জলসীমা বর্ধিত করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct