নতুন মরশুমে রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন লুকা মডরিচ। বিশ্বকাপের পর এই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কারণ, ইতালির ক্লাব ইন্টার মিলান তাঁকে বেশি পারিশ্রমিক দিয়ে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত মডরিচকে ধরে রাখতে পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। এদিকে এই ক্রোয়েশিয়া তারকাও পরিবারের সঙ্গে কথা বলে রিয়ালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, রিয়ালের বেতন কাঠামোয় এত দিন তৃতীয় গ্রেডে পারিশ্রমিক পেতেন মডরিচ। তাঁর পারিশ্রমিক ছিল বছরে সাড়ে ৬ মিলিয়ন ইউরো। ইন্টার তাঁকে বছরে ১০ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু রাশিয়া বিশ্বকাপে সেরা ফুটবলার হয়ে ‘গোল্ডেন বল’ পাওয়া মডরিচকে ধরে রাখতে বছরে ১১ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।