আপনজন ডেস্ক: আমাদের দেশে অনেকে মসজিদে উচ্চ স্বরে আযান সম্প্রচারের বিরোধিতা করে থাকেন। তাদের অভিযোগ, উচ্চ স্বরে আযান তাদের ঘুমের ব্যাঘাত ঘটায় আর অসহ্য করে তোলে। ঠিক সেই রকম অভিযোগ এল এবার দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে থাকা এক হিন্দু ধর্মাবলম্বীর কাছ থেকে। তার জেরে আদালত এক মসজিদের মাইক থেকে আযান সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিল।
জানা গেছে চন্দ্র ইল্লোরি দক্ষিণ আফ্রিকার ইসিপিঙ্গো সৈকত এলাকায় মাদরাসা তালেমুদ্দীন ইসলামিক ইনস্টিটিউটের বিপরীত দিকে বাস করেন। তিনি ধর্মে হিন্দু সম্প্রদায়ের। তার আভিযোগ, আযানের শব্দ তাকে শুধু শব্দের যাতনা দেয় না ‘তাকে নিজ সম্পত্তির মালিকানা ভোগ থেকে বঞ্চিত করে’। এই অভিযোগ তুলে ডারবানের কাজুলু-নাটাল হাইকোর্টেরশরণাপন্ন হন চন্দ্র ইল্লোরি। তিনি শুধু আযান বন্ধের দাবি করেননি, দাবি করেন ওই মাদ্রাসাটিকেও বন্দ করে দিতে হবে।
ডারবানের কাজুলু-নাটাল হাইকোর্টের বিচারক সিডবেল এনগাদি ওই মামলার রায়ে মসজিদ থেকে আযান সম্প্রচার বন্ধের নির্দেশ দেন। রায়ে আরও বলা হয়, মসজিদের সড়কের বিপরীত পাশে থাকা ওই বাসিন্দার বাড়িতে যাতে আযানের শব্দ না যায়।আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।তবে, ইসিপিনজো মুসলিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ প্যাটেল জানিয়েছেন, মসজিদের উদ্দেশ্য এটা নয় যে শব্দ আরও ছড়িয়ে পড়ুক। তাই বিষয়টি নিয়ে আদালতে ফের বিবেচনার জন্য আপিল করা হবে।