আপনজন ডেস্ক: দেশজুড়ে আনলক-৪ শুরু হওয়ার মুখে নতুন আশঙ্কার মুখে পড়ল দেশ্। বিশ্বে যতগুলো দেশ করোনা আক্রান্ত হয়েছে তার মধ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গেল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী মহামারি করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ হাজার ৭৬১ জন রোগী পজিটিভ হয়েছে। করোনার আবির্ভাবের পর বিশ্বে একদিনে এটি সর্বোচ্চ পজিটিভ রোগীর সংখ্যায় রেকর্ড। এনিয়ে ভারতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৫, ৪২, ৭৩৩ জনে। সেইসঙ্গে টানা ২৬ দিন থেকে প্রতিনিয়ত করোনা সংক্রমণে বিশ্বে শীর্ষে রয়েছে ভারত। আর করোনা সংক্রমণে বিশ্বে ব্রাজিলের পরই ভারতের স্থান।রবিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২১৩ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে গেল। শুধু গত এক সপ্তাহে পাঁচ লাখেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া গত একদিনে দেশজুড়ে করোনায় আরো ৯৮৪ জনের মৃত্যু হয়েছে। তার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩ হাজার ৪৯৮ জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যার হিসেবে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। তবে আশার কথা দেশে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৭ লাখের বেশি মানুষ।
দেশের মধ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৭ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৪,১০৩ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা তামিলনাড়ুতে শনাক্ত রোগীর সংখ্যা ৪,০১৫,৫৯০ জন, মারা গেছে ৭,১৩৭ জন।এরপরই অবস্থান অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও দিল্লির।আর পশ্চিমবঙ্গে করোনায় মারা যাওয়ার সংখ্যা ৩,১২৬জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct