আপনজন ডেস্ক: শনিবার সকালে সিএসকের টুইটার হ্যান্ডেলে এক বিজ্ঞপ্তিতে চেন্নাই সিএও জানান, "ব্যক্তিগত কারণের জন্যই দেশে ফিরে যাচ্ছেন রায়না। তাই এবারের মতো আইপিএলে দেখা যাবে না তাঁকে। তাঁর ও তাঁর পরিবারের সবসময় পাশে রয়েছে দল।" যার কারণেই বড়ো সড়ো ধাক্কা সম্মুখীন চেন্নাই শিবিরে। তবে কেন দেশে ফিরছেন রায়না ? বা কি কারণে খেলবেন না এবারের আইপিএল ? শনিবার সকাল থেকে এই প্রশ্ন ঘোরাঘুরি করছে নেটদুনিয়ায়।
আইপিএল যোগ দেওয়ার জন্য চিপক স্টেডিয়ামে পাঁচ দিনের প্রস্তুতি শিবির থেকে দলে ছিলেন রায়না। তবে হঠাৎ কেন আইপিএল থেকে সড়ে দাঁড়ালেন রায়না ? এই সব জল্পনার মাঝে পাওয়া গেলো মর্মান্তিক দুঃখের খবর। সূত্র মারফত জানা গিয়েছে, ডাকাতদের হাতে খুন হয়েছেন রায়নার পিসেমশাই অশোক কুমার। ৫৮ বছর বয়সী রায়নার পিসেমশাই সরকারি ঠিকাদার ছিলেন। এছাড়াও দুস্কৃতিদের হাতে আহত হয়েছেন পরিবারের আরও চার সদস্য। ১৯ অগস্ট রাতে ঘটনাটি পঞ্জাবের পাঠানকোট জেলার থারিয়াল গ্রামে ঘটে। দুষ্কৃতীদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct