আপনজন ডেস্ক: এক মুসলিম প্রতিবেশী সমস্যায় পড়ায় এগিয়ে এসেছিল এক হিন্দু মহিলা। তারপর মুসলিমরা তার সাহায্যপ্রার্থী হয়েছিল। এই নিয়ে এক চিত্রনাট্য নিয়ে গঠিত টিভি সিরিয়াল ‘বেগম জান’ অসমীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। তারা এই সিরিয়ালের মধ্যে রাব জিহাদের গন্ধ পায়। তারা অভিযোগ করে মুসলিমদেরকে ভালো চোখে দেখানো হয়েছে। আর হিন্দু মহিলাকে ধর্মান্তরিতের চক্রান্ত করা হয়েছে। দু মাস সম্প্রচারে হয়ে এলেও এবার তিন মাসের জন্য এই সিরিয়ালটি নিষিদ্ধ হল অসমে।
ইউনাইটেড ট্রাস্ট অফ অসম নামে স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ’বেগম জান’ সিরিয়ালের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে মামালা দায়ের করে নিষিদ্ধ করার জন্য। এরপর গত ২৫ আগস্ট গুয়াহাটি পুলিশ কমিশনরা হাইকোর্টকে জানায়, কেবিল টেলিভিশন নেটওয়ার্কস রেগুলেশন অ্যাক্টে ৬০ দিনের জন্য এই সিরিয়ালটির সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হিন্দু জাগরণ মঞ্চ অভিযোগ করেছিল এই সিরিয়াল হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাই সম্প্রীতি বজায় রাখতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ব্যাপারে রঙ্গনি টিভির ডিরেক্টর সঞ্জীব নারাইন জানিয়েছেন, তারা এই নিষিদ্ধের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে। এর মধ্যে লাভ জিহাদের কোনও প্রসঙ্গ নেই।
অন্যদিকে, এই সিরিয়ালের অভিনেত্রী প্রীতি কঙ্গনা দিসপরু থানায় এক এফআইআর দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, তিনি ধর্ষণ, হত্যা ও অ্যাসিড আক্রমণের হুমকি পাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct