আপনজন ডেস্ক: জম্মু কাশ্মীর সীমান্তের ৫০ মিটার দূরত্বে গোপন সুড়ঙ্গের সন্ধান মিলল বৃহস্পতিবার। সীমান্ত রক্ষী বাহিনী জম্মুর ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে ২০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গের সন্ধান পেয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। জম্মুর সম্বা সেক্টরে যখন বিএসএফ টহল দিচ্ছিল তখন তাদের চোখে এই সুড়ঙ্গ ধরা পড়ে। এর পর বিএসএফ ব্যাপক অনুসন্ধানে নেমে পড়ে এলাকাজুড়ে।
এ ব্যাপারে বিএসএফএর ডিরেক্টর জেনারেল রাকেশ আস্থানা সীমান্ত জুড়ে কোনও রকম যাতে ফাঁকফোঁকর না তাকে তার জন্য ফ্রন্টিয়ার কমান্ডারদের নির্দেশ দিয়েছেন বলে সরকারি আধিকারিক সূত্র জানিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে সরকারি সূত্র জানিয়েছে, বিএসএফের বাহিনী যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছে ওই এলাকায় পাকিস্তানের উপস্থিতি স্পষ্ট। সুড়ঙ্গের মুখে প্লাস্টিকের বালির বস্তার সন্ধান পাওয়া গেছে যেখানে ‘পাকিস্তানের চিহ্ন’ রয়েছে। সুড়ঙ্গটি ২৫ ফুট গভীরে খোলা ছিল এবং সেটি বিএসফের ‘হোয়েলব্যাক’ পোস্টের কাছাকাছি।
তবে বিএসএফের আইজি (জম্মু) এন এস জামওয়াল এলাকা সরজমিন পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জানানো হয়েছে, আট দশটি বালির বস্তা সরানো হয়েছে যেখানে লেকা ছিল ‘করাচি ও সাকারগড়’। উদ্ধার করা বস্তাগুলো যে তৈরি ও সময়সীমা শেষের তারিখ দেখে স্পষ্ট এ গুলি সাম্প্রতিককালে তৈরি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct