আপনজন ডেস্ক: ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি দখলদারি নিয়ে ফিলিস্তিনিরা বারে বারে সরব হয়েছেন। এর মূলে ইসরাইলি আগ্রাসন। ইতিমধ্যে ইসরাইলি সেনাদের মদতে ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যক্তি মালিকানাধীন যেসব জমি রয়েছে সেগুলি দখল করে ইহুদি বসতি গড়ে উঠেছে। তার বিরুদ্ধে ইসরাইলের সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলায় জয় হল ফিলিস্তিনিদের। ইসরাইলের সুপ্রিম কোর্ট রায় দির, পশ্চিম তীরে ফিলিস্তিন ভূখণ্ড থেকে অবৈধ ইহুদি বসতি সরিয়ে ফেলতে হবে। সেগুলো সরিয়ে ফেলার আদেশ দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার ইসরাইলের সুপ্রিম কোর্ট এই রায় দেয় জেলা আদালতের রায়ের বিরুদ্ধে। ২০১৮ সালে জেলা আদালতের দেওয়া রায়ে পশ্চিম তীরে ইহুদি বসতিতে সায় দেওয়া হয়েছিল। সেই রায় বাতিল করে ওইসব ইহুদি বসতি অবৈধ বলে ঘোষনা করেছে ইসরাইলি সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবেই চায়। ওখানে ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। তাদের মধ্যে বসতি গড়ে তুলেছে প্রায় সাড়ে ৪ লাখ ইসরাইলি যারা মূলত ইহুদি।জানা গেছে, জেলা আদালত যখন ফিলিস্তিনিদের জমির ওপর বসতি স্থাপনকারীদের আইনগত অধিকার দিয়েছিলেন, তখন তাদের এটা জানা ছিল না যে, মূল মানচিত্রে এসব জমি ফিলিস্তিনিদের হিসেবে দেখানো হয়েছে। জর্ডান উপত্যকায় একটি পাহাড়ের চূড়ায় ২০ বছর আগে বসতি স্থাপন করা ৪০টি পরিবার রয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনিদের মালিকানাধীন প্লটে বাস করে।তাদের দাবি, তারা সেখানে বাস করার জন্য ইসরিাইলি কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। তবে সুপ্রিম কোর্ট বলেছে, ইসরাইলি কর্তৃপক্ষ কাজটি অন্যায্যভাবে করেছে এবং তারা ফিলিস্তিনিদের ন্যায্য মালিকানাকে উপেক্ষা করেছে।তাই সেখানে ইসরাইলিরা যে বসতি স্থাপন করেছে তা অবৈধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct