আপনজনে ডেস্ক: আইপিএল শুরুর আগে বড়ো ধাক্কার সম্মুখীন চেন্নাই সুপার কিং, দেশে ফিরছেন রায়না। আইপিএল থেকেই নিজেকে সরিয়ে নিলেন সুরেশ রায়না। আইপিএল যোগ দেওয়ার জন্য চিপক স্টেডিয়ামে পাঁচ দিনের প্রস্তুতি শিবির থেকে দলে ছিলেন রায়না। তবে হঠাৎ কেন আইপিএল থেকে সড়ে দারালেন রায়না ? এই আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
প্রসঙ্গত, ধোনির অবসর ঘোষণার কয়েক মুহূর্ত পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সুরেশ রায়না। তিনিও সোশ্যাল মিডিয়াতেই জানিয়ে দেন, ধোনির পথেই অবসর জীবনের দিকে হাঁটা লাগালেন এদিন। রায়না ব্যাক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ইতিমধ্যেই দেশে ফিরেতে চলেছেন বলে খবর। চেন্নাইয়ের তরফে সিইও কাসি বিশ্বনাথন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে রায়নার ভারতে ফেরার কথা জানিয়ে দেন।
শনিবার সকালে সিএসকের টুইটার হ্যান্ডেলে এক বিজ্ঞপ্তিতে চেন্নাই সিএও জানান, "ব্যক্তিগত কারণের জন্যই দেশে ফিরে যাচ্ছেন রায়না। তাই এবারের মতো আইপিএলে দেখা যাবে না তাঁকে। তাঁর ও তাঁর পরিবারের সবসময় পাশে রয়েছে দল।" দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার সুরেশ রায়নাকে গোটা মরশুমের জন্য হারিয়ে চিন্তায় চেন্নাই শিবির।
এর আগেই ধাক্কা খেয়েছে চেন্নাই, করোনা আক্রান্ত হয়েছে এক সিএসকে ক্রিকেটার সহ ১২ জন সাপোর্টট স্টাফ। তবে ১৩ জনের কেউই শারীরিকভাবে অসুস্থ নন এবং আক্রান্ত ক্রিকেটার ও স্টাফদের দলের থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct