আপনজন ডেস্ক: বিজেপির ভাঙন অব্যাহত বাঁকুড়ায়। বিজেপির বাঁকুড়ার সংগঠন বালির বাঁধের মতো দিনের পর দিন ভেঙেই চলেছে। এবার তৃণমূল থেকে বিজেপি তে যাওয়া হভিওয়েট নেতা বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার, বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল সাঁতরা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলার চেয়ারম্যান শুভাশীষ বট্যবল ,কো অর্ডিনেটর বিধায়ক গুরুপদ মেটে ,সুব্রত দরিপা, মৃত্যুঞ্জয় মুর্মু সহ জেলা নেতৃত্ব। তুষার বাবু বলেন, বিজেপি দলটার নীতি,আদর্শ বলে কিছু নেই। উন্নয়ন মূলক কোনো পরিকল্পনা নেই। শুধু ধর্মীয় বিভাজনের মাধ্যমে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করা ছাড়া আর কিছু কাজ নেই। বিজেপিতে থেকে আমার দম বন্ধ হয়ে আসছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct