সামিম সরকার: আই সি ডি এস মহিলা সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ার পার্ট-ওয়ান বা প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হল আজ শুক্রবার। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করল মোট ২৯৯৯৮ জন প্রার্থী। ১০০ নম্বরের মাল্টিপল চয়েস টাইপের প্রিলিমিনারি পরীক্ষাটি হয়েছিল গত বছর ১ লা সেপ্টেম্বর । শূন্যপদের দশগুণ প্রার্থীকে লিখিত মেন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ হল জেনারেল (৩১), তপশিলী জাতি (১৮.৬৬৬৭), তপশিলী উপজাতি (১৪.৩৩৩) এবং অনগ্রসর শ্রেণী-এ (১৭.০০০) অনগ্রসর শ্রেণী-বি (২৪.০০০), মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন (৪.৬৬৬৭)।
মোট শূন্যপদের সংখ্যা ২৯৫৪, যার মধ্যে অসংরক্ষিত বা জেনারেল পদের সংখ্যা ১৪৭৫।এছাড়া তফশিলি জাতির জন্য ৬৫০, তফশিলি উপজাতির জন্য ১৭৮, ও বি সি-এ’র জন্য ২৯৬ এবং ও বি সি-বি’র এর জন্য ২০৭ টি পদ সংরক্ষিত আছে। এছাড়াও বিকল্পভাবে সক্ষম প্রার্থীদের জন্য ৮৯ টি এবং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য ৫৯টি পদ সংরক্ষিত আছে।
সফল প্রার্থীদের এবার পার্ট-টু বা মেন পরীক্ষায় বসতে হবে । এই পরীক্ষাটি হবে মোট ৪০০ নম্বরের, ১০০ নম্বরের চারটি পত্র থাকবে। মেন পরীক্ষাটি হবে ডেস্ক্রিপটিভ, অর্থাৎ কনভেনশনাল টাইপের লিখিত পরীক্ষা। মেন-এর পেপার চারটি হল - ১. ইংরেজি, ২. মাতৃভাষা (বাংলা/হিন্দি/ উর্দু নেপালি/ সাঁওতালি), ৩. জেনারেল স্টাডিজ এবং কারেন্ট আ্যাফেয়ার্স, ৪. অ্যারিথমেটিক বা পা্টিগণিত।
পার্ট-টু পরীক্ষায় পাশ করলে পার্ট-থ্রি পরীক্ষায় থাকছে ৫০ নম্বরের ইন্টারভিউ । প্রিলিমিনারি পরীক্ষাটি হল কোয়ালিফাইং প্রকৃতির, শুধু কোয়ালিফাই করলেই চলে । চুড়ান্ত মেধা তালিকা প্রস্তুতের সময় প্রিলিমিনারির পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচিত হবে না। চুড়ান্ত মেধা তালিকা তৈরি হবে মেইন পরীক্ষা এবং ইন্টারভিযয়ে প্রাপ্ত নান্বার-এর উপর ভিত্তি করে। অর্থাৎ পার্ট-টু এবং পার্ট-থ্রি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকরি পাওয়া যাবে । নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরে, ব্লকের বিভিন্ন গ্রামে কিংবা শহরের বিভিন্ন ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সুপারভাইজ করতে হবে । পুরুষ প্রার্থী না থাকার ফলে প্রতিযোগিতা ততটা হাড্ডাহাড্ডি হবে না। অল্প পরিশ্রমে গুছিয়ে প্রস্তুতি নিতে পারলে অনায়াসে সাফল্য লাভ করা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct