আপনজন ডেস্ক: আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। আইপিএলের যে কয়টি সংস্করনে তারা অংশগ্রহণ করেছিল প্রতিটিতেই প্লে অফে পৌঁছয় তারা। তিন বারের আইপিএল চ্যাম্পিয়ান দলটির এবারের অন্যতম লক্ষ্য সর্বাধিক ট্রফি জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স( ৪ বার ) কে ছুঁয়ে ফেলার। সেই ইচ্ছে নিয়ে গত ২১ আগস্ট দুবাইয়ে মাটি তে পা রাখে, তবে আইপিএল শুরুর আগেই ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস, করোনা আক্রান্ত এক সিএসকে ক্রিকেটার সহ ১২ জন সাপোর্টট স্টাফ। তবে ক্রিকেটারের নাম জানাতে রাজি হয়নি সিএসকে কর্তৃপক্ষ। সূত্র মারফত জানা গিয়েছে আক্রান্ত ক্রিকেটার সিএসকের নির্ভরযোগ্য ফাস্ট বোলার বলে। ১৩ জনের কেউই শারীরিকভাবে অসুস্থ নন এবং আক্রান্ত ক্রিকেটার ও স্টাফদের দলের থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।
দুবাইয়ে উড়ে যাওয়ার আগে অধিনায়ক ধোনির অনুরোধেই চিপক স্টেডিয়ামে ১৫ থেকে ২০ অগাস্ট পর্যন্ত প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে সিএসকে কর্তৃপক্ষ। প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন অধিনায়ক ধোনির সহ সুরেশ রায়না, এছাড়া ফাস্ট বোলার দীপক চাহার, স্পিনার পীয়ূষ চাওলা ও করণ শর্মা ও অলরান্ডার কেদার যাদব ছাড়া আরও অনেকেই।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখান থেকেই দলের ১২ জন সদস্য করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন।
বিসিসিআই’র প্রটোকল অনুসারে আমিরশাহিতে পৌঁছনোর প্রথম, তৃতীয় ও ষষ্ঠ দিনে প্রতেকক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করাতে হবে। প্রটোকল মেনেই করোনা পরীক্ষা করান সিএসকে শিবির, প্রথম ও তৃতীয় দিনে করোনা টেস্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু পঞ্চম দিনের টেস্টে একসঙ্গে ১৩ জন সদস্যের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।আক্রান্ত ১২ জনের মধ্যে সাপোর্ট স্টাফ ও সোশাল মিডিয়া টিমের সদস্য আছেন।
সূত্রের খবর, ১৩ জন সংক্রমিত হওয়ার পর পিছিয়ে যাচ্ছে সিএসকে শিবিরের অনুশীলন। মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নারা পয়লা সেপ্টেম্বরের আগে মাঠে নেমে অনুশীলন করবেন না বলেও জানানো হয়েছে।কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। চেন্নাই সুপার কিংস দলকে আরও তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct