আপনজন ডেস্ক: মেমারির মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুম রাজ্যের মধ্যে ইসলামী বা দ্বীনি শিক্ষাদানে বিশেষ স্থান অধিকার করে আছে। এখনকার কিছু উচ্চ শিক্ষার কোর্স আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে। এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে একহাজারেরও বেশি ছাত্র পঞ্চম থেকে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করে। শুধু আরবী ভাষা, আলকুরআন, হাদীস, ফিকহ, তাফসীর নয় এর পাশাপাশি পড়ানো হয় সরকারি সিলেবাসও।
পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রদের এ সমস্ত
বিষয়গুলোর সঙ্গে আবশ্যিকভাবে পড়তে হয় মধ্যশিক্ষা পর্ষদের সম্পূর্ণ সিলেবাস। উচ্চমাধামিক ও স্নাতক স্তরের ছাত্রদের ইংরাজি ভাষা ও কম্পিউটারের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বা স্নাতক হয়ে আসা
ছাত্রদের জন্য আছে ছয় বছরে আলেম হওয়ার বিজ্ঞানসম্মত কোর্স। অন্ধছাত্রদের বিভাগও আছে। তাদেরকে আল কুরআন, বাংলা, ইংরাজি ও অঙ্ক শেখানোহয় ব্রেইল পদ্ধতিতে ।
আল কুরআনের হাফেজ ছাত্রদের জন্য বিজ্ঞান
পড়ার এবং কলেজ ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নেবার আকর্ষণীয় কোর্সও এখানে আছে। হাফেজ ছাত্ররা সরাসরি নবম শ্রেণিতে ভর্তি হয়। পরের বছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিজ্ঞান বিভাগে এখানেই পড়াশোনা করে। তারা
ইনজিনিয়ার হচ্ছে বা অন্য বিভাগে গ্রাজুয়েট হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এ ব্যাপারে এই মাদ্রাসার কর্ণধার ক্বারীশামসুদ্দীন আহমেদ জানান, হাফেজ ইমতিয়াজ বৈদ্য এখান থেকে
পড়ে আজ আরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছে। হাফেজ সিরাজুল ইসলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-এ ম্যাথামেটিক্সে ফার্স ক্লাস ফার্স্ট হয়ে বেলুড় রামকৃষ্ণ ইউনিভার্সিটিতে পি এইচ ডি বা ডক্টরেট করছে।
ক্বারীশামসুদ্দীন আহমেদ আরও জানান, গত কয়েক মাস প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় পঠন পাঠনও সম্পূর্ণ বন্ধ ছিল। গত ২৫শে অগাস্ট আকাডেমিক কাউন্সিল এবং ম্যানেজমেন্টের সদস্যদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যে, যেহেতু প্রতিষ্ঠানগুলি কবে
খুলবে বা পরিস্থিতি কবে আবাসিকদের জন্য স্বাভাবিক হবে তা জানা যাচ্ছে না, তাই অনলাইন ক্লাস শুরু করা হবে। এছাড়া নতুন কোন ছাত্র এবছর ভর্তি করা হবে না। তবে পুরাতন ছাত্রদের পড়াশোনার যাতে আর ক্ষতি না হয় তার জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ব্যাপারে সবরকমের
প্রস্ততি নেওয়া হয়েছে।
ছাত্রদেরকে নির্দেশ দেওয়ারও কাজ শুরু হয়েছে। তারা যেন তাদের হোয়াটস্আ্যাপ সুবিধাযুক্ত ফোন নাম্বার জামিয়া অফিসে নথিভুক্ত করে। নিন্সে উল্লিখিত ফোন নাম্বারে তারা যোগাযোগ করবে। ছাত্ররা যোহেতু পশ্চিমবাংলা ছাড়া অন্যান্য রাজেও আছে তাই এই অনলাইন পঠন-পাঠনের মাধ্যমে তারা যথেষ্ট উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া “অল বেঙ্গল বিফাকুল মাদারিস” সংগঠনের সদস্য আছেন প্রায় ৬৮৪ টি মাদ্রাসা।
বিভিন্ন জেলার এই প্রতিষ্ঠানগুলিকেও প্রধান কার্যালয়গুলির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।
ক্বারী সাহেব আরো বলেন, আমাদের লক্ষ্য হল ছাত্রসমাজ যেন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয় এবং তারা যেন প্রতিষ্ঠান তথা তাদের সম্মানীয় শিক্ষক ও অধ্যাপকদের সঙ্গে
সংযুক্ত থাকে । প্রয়োজনে ছাত্রদের নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার কথা বলে হয়েছে। নম্বর দুটি হল: 9732315137 / 7074729789./ 0342-2250521
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct