আপনজনে ডেস্ক: শুধু অস্ত্রই নয় বিশ্বের বিভিন্ন স্থানে ফুল হাতে নিয়েও হয় প্রতিবাদ। ২০০৩ সালে গোলাপ বিপ্লবের কারণেই জর্জিয়ার প্রেসিডেন্ট এডুয়ার্ড শেভার্দনাদজে গদি ছাড়েন। শেভার্দনাদজের বিরুদ্ধে সেই সময় একটি স্লোগান বেশ জনপ্রিয় হয়েছিল। যার অনুবাদ করলে দাঁড়ায়, আমাদের শত্রুর গায়েও আমরা বুলেটের বদলে গোলাপ ছড়াব। ২০০৫ সালে নির্বাচনের পর কিরগিজস্তানের রাষ্ট্রপতি আকায়েভের অপসারণের দাবিতে প্রতিবাদের ঢল নামে। আকায়েভের বিরোধী গোষ্ঠীর প্রতীক টিউলিপ হয়ে ওঠে প্রতিবাদেরও প্রতীক। ২০১০ পর্যন্ত অচলাবস্থা চলার পর কিরগিজস্তান একটি সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবুও থামেনি সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও অন্যভাবে মতপ্রকাশকে বাধা দেওয়ার চেষ্টা। ফুলের রঙের সঙ্গে সামঞ্জস্যতা রেখেও বেশ কয়েকটি বিপ্লব বা গণঅভ্যুত্থানের নামকরণ হয়েছে সোভিয়েত-পরবর্তী দেশগুলোতে। এর মধ্যে উল্লেখযোগ্য ইউক্রেনের কমলা রং বিপ্লব। এর আগে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্সাপটে অ্যামেরিকায় ফুল হাতে পথে নামে হিপিরা। অন্যদিকে লাল গোলাপ ছিল বিশ্বের বিভিন্ন দেশে সোশ্যাল ডেমোক্র্যাটদের পছন্দের প্রতীক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct