আপনজনে ডেস্ক: বিশেষজ্ঞরা করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক আর স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।এ্কই সঙ্গে রাস্তা-ঘাট, বাজার-হাটের ক্ষেত্রেও অন্তত ২ কিংবা ১ মিটারের দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একই কথা বলা হলেও, করোনা সংক্রমণ ঠেকাতে ২ বা ১ মিটারের দূরত্বও যথেষ্ট নয় বলে সতর্ক করলেন বিজ্ঞানীরা। ‘দ্য ব্রিটিশ মেডেকেল জার্নাল’প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন একদল গবেষক। বিএমজির গবেষকরা জানিয়েছেন, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ২ মিটার দূরত্ব কোনওভাবেই নিরাপদ নয়। কারণ, করোনা সংক্রমিত কোনও ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় মুখ থেকে যে বাতাস নির্গত হচ্ছে তার মাধ্যমে রোগের জীবাণু অন্তত ৮ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আর এক্ষেত্রে করোনা বিস্তার রোধে দুই মিটার সামাজিক দূরত্বের নিয়ম ‘পুরানো বিজ্ঞানের উপর ভিত্তি করে' বলেই দাবি করেছেন গবেষকরা। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাস জোনসের বক্তব্য, 'নিরাপদ শারীরিক দূরত্বের বর্তমান নিয়মগুলো পুরোনো বিজ্ঞানের উপর ভিত্তি করে রয়েছে'। ফলে বাস্তবে সব সময় ২ বা ১ মিটার দূরত্ব যেমন বজায় রাখা সম্ভব নয়, তেমনই করোনাকে বশে আনতে গেলে মেনে চলতে হবে অন্তত ৮ মিটারের দূরত্ব বিধি। তারপরেও কতটা সুরক্ষিত থাকা যাবে সেই বিষয়ে বিশদে কিছুই জানায়নি তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct