আপনজনে ডেস্ক: ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর এবারে লাদাখ সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে হওয়া সংঘর্ষকে বেশি গুরুত্বর বললেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে এই সীমান্তে উভয়পক্ষের সেনা মোতায়েনের ঘটনাকে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি। এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, '১৯৬২ সালের যুদ্ধের পর এটাই সবচেয়ে গুরুতর পরিস্থিতি। এমনকি ৪৫ বছর পর এই সীমান্তে সামরিক হতাহতের ঘটনা ঘটেছে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) উভয় দেশের সামরিকবাহিনীর সদস্যদের মোতায়েনের সংখ্যাও নজিরবিহীন।' পূর্বাঞ্চলের লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা তৈরি হওয়ার পর ইতিমধ্যে দুই দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকরা বেশ কয়েকবার বৈঠক করেছেন। গত মে মাস থেকে এই অঞ্চলে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়। গত ১৫ জুন লাদাখ সীমান্তে চীনের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে অস্ত্রবিহীন সংঘর্ষে ভারতের অন্তত ২০ সৈন্য নিহত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct