আপনজনে ডেস্ক: নিয়মিত মাস্ক ব্যবহার করলে করোনার ঝুঁকি কমে যায়, এমনটা মনে করেন বেশিরভাগ মানুষ। কিন্তু বিশ্বের ৬৭ শতাংশ মানুষ গরম ও অস্বস্তি লাগায় বাইরে চলাচলের সময় মাস্ক পরেন না। আবার ৯০ শতাংশের বেশি জানেন, ঝুঁকি কমাতে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া উচিত। কিন্তু প্রয়োজনের সময় সাবান-জল না পাওয়ায় হাত ধোয়ার ক্ষেত্রে বেশি সমস্যা হচ্ছে। গত ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত পরিচালিত ‘করোনায় স্বাস্থ্য সুরক্ষা' সমীক্ষায় এমন চিত্র উঠে এসেছে। অনলাইন সমীক্ষায় অংশগ্রহণ করেন ৩ লাখ ২০ হাজার ৭৮১ জন। আর জরিপটি ৩০ লক্ষাধিক পাঠকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। আজ এক ওয়েবিনারে জরিপের ফলাফল তুলে ধরা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct