আপনজন ডেস্ক: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন ৪৮ বছর বয়সী তাম্বে। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের দলের
ত্রিনবাগো নাইট রাইডার্স শিবিরে রয়েছে প্রবীণ তাম্বে। বুধবার ভারতীয় সময় রাতে সেইন্ট লুসিয়া জুকস বানাম ত্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচের মাধ্যমে সিপিএলে অভিষেক হয় এই ৪৮ বছর বয়সী তাম্বের।
নিজের অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নেন তাম্বে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১ ওভারই বল করার সুযোগ পান ভারতীয় স্পিনার, ১৫ রান খরচ করেন।। শুধু সিপিএলেই নয়,বিশ্বের প্রথমসারির কোনও বিদেশি টি-২০ লিগে তাম্বের আগে আর কোনও ভারতীয় ক্রিকেটার খেলতে নামেননি। তাম্বেই প্রথম ও একমাত্র ভারতীয় ক্রিকেটার যে অন্য দেশের টি ২০ লিগে অংশগ্রহণ করলেন। প্রসঙ্গত আইপিএললে রাজস্থান রয়্যালস,গুজরাট লায়ন্স, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তাম্বে। আইপিএলে হ্যাট্রিক রয়েছে তার।
বয়স হাফ সেঞ্চুরি দোর গোরায়, তবে বয়স যে শুধু মাত্র সংখ্যা তা প্রমাণ করেছেন তাম্বে। এই মূহুর্তে সবধরনের টি-২০ লিগে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হচ্ছেন প্রবীন তাম্বে । ৪৮ বছর ৩২২দিন বয়সে সিপিএলে খেললেন তাম্বে।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে সেইন্ট লুসিয়া জুকস ১৭.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান তুলে তারপর শুরু হয় বৃষ্টি। ডি এল এস মেথড অনুযায়ী তাম্বে দের কে ম্যাচ টি নিজেদের নামে করার জন্য ৯ ওভারে ৭২ রানের প্রয়োজন ছিলো , এক ওভার হাতে রেখেই ৮ ওভারে মাথায় জয়ের লক্ষ্য পৌঁছে যায় নাইট রাইডার্স।