আপনজন ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবা। ফ্রান্স জাতীয় দলের হেড কোচ দিদিয়ের দেশম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফরাসি হেড কোচ বলেন, বুধবার (২৬ আগস্ট) করোনা পরীক্ষা করিয়েছেন পগবা, ফলাফল পজিটিভ এসেছে। আপাতত ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে।
ক্রোয়েশিয়া ও সুইডেনের বিপক্ষে ফ্রান্সের পরবর্তী দুই ম্যাচের দলে নাম ছিল পগবার। করোনার কারণে ম্যাচ দুটি ছিটকে গেলেন যার ফলে বড়োসড়ো ধাক্কা খেল ফ্রান্স জাতীয় দল।
১৯৯৮ সালের পর আবার ২০১৮ তে ফ্রান্সকে ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন করানোর পেছনে অন্যতম অবদান ছিল পগবার। রাশিয়া ফুটবল বিশ্বকাপের ফাইনালে ২-১ এ এগিয়ে ছিল ফ্রান্স। ৫৬ মিনিটে পল পগবার বক্সের উপর থেকে নেয়া শট এক প্রকার নিশ্চিত করে ফরাসিদের দ্বিতীয় বিশ্বকাপ। বিশ্বকাপে এটি পল পগবার দ্বিতীয় গোল। ২০১৪ বিশ্বকাপে তার গোল ছিল নাইজেরিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct