আপনজন ডেস্ক: ভারতীয় সময় বুধবার রাতে সেইন্ট লুসিয়া জুকসকে ৪ উইকেটে হারিয়ে লিগের চতুর্থ ম্যাচে জয় ছিনিয়ে নিল নাইট ব্রিগেড। প্রথমে ব্যাট করতে নেমে সেইন্ট লুসিয়া জুকস ১৭.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান তুলে তারপর শুরু হয় বৃষ্টি। ডি এল এস মেথড অনুযায়ী নারিন ব্রাভোদের ম্যাচটি নিজেদের নামে করার জন্য ৯ ওভারে ৭২ রানের প্রয়োজন ছিল, এক ওভার হাতে রেখেই ৮ ওভারে মাথায় জয়ের ললক্ষ্য পৌঁছে যায় নাইট রাইডার্স।
সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সকে প্রথম দু'টি ম্যাচে জয় এনে দিয়েছিলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার সুনীল নারিন। তৃতীয় ম্যাচে কলিন মুনরো, কাইরন পোলার্ডরা তুলছিলেন ঝড়। আর চতুর্থ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে জেতালেন দুই ভাই ডোয়াইন ব্রাভো ও ড্যারেন ব্রাভো।
বৃষ্টিতে কারণে ব্রাভো তার বোলিং স্পেল পুরোন করতে পারেননি। ৩ ওভার বল করে ৭ রান দিয়ে ২ উইকেট নেন ব্রাভো। সেইন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ ২২ বলে ৩০ রান করেন মোহাম্মদ নাবী। তার ব্যাটে ভর করেই ১৭ ওভারে ১০০ রানের গন্ডি পার করে সেইন্ট লুসিয়া। এদিকে ৭২ রানের লক্ষ্য তারা করতে গিয়ে ১৩ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডিএম ব্রাভো।
এছাড়া এই ম্যাচে এক অন্য কীর্তি গড়েছেন ব্রাভো। ৪৯৯ উইকেট নিয়ে টি ম্যাচটি খেলতে নেমেছিলেন ৩৬ বছর বয়সী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ইনিংসের চতুর্থ আর নিজের প্রথম ওভারে রাকিম কর্নওয়ালকে ফিরিয়ে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি তে ৫০০ উইকেট নিলেন ব্রাভো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct