আপনজন ডেস্ক: অন্ধকার একটি রুমে কাঁচের কফিনে আপনাকে বন্দি করে ফেলা হবে৷ এরপরই শুরু হবে ভয়ংকর কাণ্ডকারখানা। যাতে আপনার আত্মা শুকিয়ে যাওয়ার দশা হবে৷ বন্ধ ঘরে ভয়ংকর চিৎকার চলতে থাকবে, ঘুরে বেড়াবে ভৌতিক সব চরিত্র৷ তারা এমনকি কফিন থেকে তুলে নিতে চাইবে আপনাকে৷ মাত্র ১৫ মিনিটের জন্য হলেও সেটি আপনার কাছে অনন্তকাল মনে হতে পারে৷ করোনার এই সময়ে বাইরের বিনোদন থেকে বঞ্চিত টোকিওবাসী৷ গ্রীষ্ম বিদায় নিতে শুরু করলেও বেড়াতে কিংবা বিনোদন পার্কগুলোতে যাওয়ার সুযোগ এবার মেলেনি৷ সে কারণে অনেকের মধ্যে দেখা দিয়েছে হতাশা৷ তা থেকে মুক্তি দিতেই এমন অদ্ভুত উপায় বের করেছে একটি প্রতিষ্ঠান৷ বিনা পযসায় নয়, এজন্য আট হাজার ইয়েন খরচ করছেন অনেকেই৷ এই আইডিয়াটি ২৫ বছরের তরুণ কেনটা ইওযানার। তিনি ‘কোয়াগারাসেতাই' বা ‘আতঙ্ক স্কোয়াড' নামের কোম্পানিটির প্রতিষ্ঠাতা৷ এ বিষয়ে ইওয়ানা বলেন, ‘‘মানুষ সাধারণ গ্রীষ্মের ছুটি যেভাবে কাটায় এবার তা সম্ভব হয়নি৷ এ কারণে তারা হতাশা বা বিষন্নতার মধ্য দিয়ে যাচ্ছেন৷ বিনোদন পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে আছেন৷ কিন্তু সেটা সম্ভব হচ্ছে না৷ কারণ থিম পার্কগুলো বন্ধ, এমনকি ভ্রমণে বের হওয়াও সম্ভব নয়৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct