আপনজন ডেস্ক: পূর্ব ভূমধ্যসাগরে নিজের অধিকার আঙ্কারা কখনো ছেড়ে দেবে না বলে জানিয়ে দিলের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এক্ষেত্রে কোনোরকম ভুল না করার জন্য তিনি গ্রিসকে সতর্ক করে বলেন, 'নিজেদের ধ্বংসের পথ বেছে নেবেন না।' ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে দুই দেশ মারাত্মক দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। এ বিষয়ে এদিন এরদোগান বলেন, 'আমাদের অধিকার নিয়ে আমরা আপোষ করব না। এজন্য যা করা দরকার আমরা তাই করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিদ্বন্দ্বীকে সতর্ক হতে বলি যে, কোনো রকমের ভুল তাদের জন্য ধ্বংসের পথ তৈরি করে দেবে।' এ ক্ষেত্রে গ্রিস বলেছে, 'বুধবার থেকে পূর্ব ভূমধ্যসাগরে ফ্রান্স, ইতালি ও সাইপ্রাসের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করব আমরা।' গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলে, 'সাইপ্রাসের দক্ষিণে এবং গ্রিসের ক্রিট দ্বীপে তিনদিন ধরে এ মহড়া চলবে।' এর আগে চলমান পরিস্থিতিতে গ্রিসের পাশে থাকার কথা জানিয়ে দিয়েছে ফ্রান্স। সাইপ্রাস দক্ষিণে ও ক্রিট দ্বীপের আশপাশে গ্যাসের বিরাট মজুদ পেয়েছে তুরস্ক। এরপরই দুই দেশের সঙ্গে তুরস্কের উত্তেজনা চরমে উঠেছে। সাইপ্রাস ও গ্রিস দাবি করছে- গ্যাসের এ মজুদ তাদের সীমানায় মধ্যে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct