আপনজন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান দল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে বার্সেলোনাকে লজ্জার হার হারতে হয়েছিল, সম্ভবত সেই ম্যাচটিই ছিল বার্সার জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ।
কারণ মঙ্গলবার রাতে মেসি জানিয়ে দিয়েছেন তিনি অবিলম্বে ক্লাব ছাড়তে চান।দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে। দীর্ঘ ২০ বছর পুরোনো সম্পর্ক বার্সেলোনা ও মেসির মধ্যে, আর এই সম্পর্ক ছিন্ন করতে চাইছেন না বার্সা সমর্থকরা। এই খবর বার্সা সমর্থকদের মনে বড় আঘাত দিয়েছে।
মেসি বার্সা ছাড়ার খবর সামনে আসার পরেইক্লাবের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের বাইরে এসে প্রতিবাদ জানিয়েছেন বার্সা সমর্থক। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও মাফলারে লেখা ছিল, ‘মেসি থাকো, বার্তেম্যু পদত্যাগ করো।’ ক্লাবের প্রেসিডেন্ট বার্তমেউয়ের ইস্তফা দাবি করে ফ্যানেরা গো ব্যাক স্লোগান তোলেন। মেসির জার্সি পড়ে মেসিকে বার্সা না ছাড়ার অনুরোধ সমর্থকদের। বেশিক্ষণ এই বিক্ষোপ ন্যু ক্যাম্পের বাইরে প্রতিবাদ করতে পারেননি সমর্থকরা।করোনাভাইরাস সতর্কতার কারণেই পুলিশ এসে তাদের সরিয়ে দিয়েছে।
তবে শহরের অন্য কয়েকটি অংশে এই বিক্ষোভ প্রশাসনের হাতের বাইরে চলে গিয়েছে। ছবিতে দেখা যায় যে বিক্ষোভকারীরা সরকারী জিনিসপত্রে অগুন লাগিয়ে দিচ্ছে। প্রসঙ্গত মেসির ক্লাব ছাড়ার পেছনে অন্যতম প্রধান কারণ বার্সেলোনার ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেম্যু। বার্তেম্যু ও তার ক্লাব পরিচালকদের স্বেচ্ছাচারিতা ও অত্যধিক ব্যবসায়িক মনোভাব। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন, বার্তেম্যু পদত্যাগ না করার কারণেই মূলত মেসি ক্লাব ছাড়ার জন্য এমন তাড়াহুড়ো দেখাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct