আপনজন ডেস্ক: প্রায় দুই দশক পুরোনো সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মেসি। ২০ বছরের ফুটবল জীবনের এই অবিচ্ছেদ্য সম্পর্কের রেশ টানতে চলেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে লজ্জার হার হয়েছিল বার্সেলোনার। ৮ গোল হজম করতে হয়েছিল। তারপরই মেসির বার্সেলোনার ছাড়া নিয়ে জল্পনা চলছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে বোমা ফাটালেন মেসি। ভারতীয় সময় মঙ্গলবার রাতে মেসি জানিয়ে দিয়েছেন তিনি অবিলম্বে ক্লাব ছাড়তে চান। স্পেনের কয়েকটি সংবাদমাধ্যম এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। বার্সেলোনার পক্ষ থেকেও সূত্রে খবরের সত্যতা স্বীকার করা
বার্সেলোনায় লিওনেল মেসির চুক্তির ২০২০-২১ সাল পর্যন্ত ছিল। অর্থাৎ আরও এক বছর স্প্যানিশ ক্লাবে মেসির থাকার কথা ছিল। মেসি যদি শেষ পর্যন্ত সত্যি ক্লাব ছেড়ে দেন, দলবদলের ফি-তে একটি টাকাও বার্সেলোনা পাবে না। ওই চুক্তির একটি শর্তই ছিল, শেষ বছরে মেসি নিজে ক্লাব ছাড়তে চাইলে বার্সাতাঁকে বাধা দিতে পারবে না।
স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রেও দাবি করেছে ক্লাব যাতে তাঁকে তাড়াতাড়ি ছেড়ে দেয়, তার জন্য প্রয়োজনীয় নথিও ফ্যাক্স মারফত পাঠিয়ে দিয়েছেন, বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ মেসির করা ফ্যাক্সের কাগজপত্র হাতে পেয়েছে। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে জরুরী মিটিংয়ে বসতে যাচ্ছেন বার্সার উর্ধ্বতন কর্তারা।
২০০১-২০০৪ পর্যন্ত মেসি বার্সেলোনার যুব দলে খেলেন। ২০০৪ সাল থেকে বার্সেলোনার সিনিয়র দলে খেলছেন মেসি। দীর্ঘ ২০ বছরের সম্পর্ক থাকায় বার্সা কর্তারা চাইছিলেন মেসি ফুটবল জীবনের শেষদিন পর্যন্ত যেন বার্সাতেই থাকেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct