আপনজন ডেস্ক: অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছেন কিংবা করোনায় মৃত, সেই জল্পনা উড়িয়ে দিয়ে করোনা সচেতনতার আর্জি জানিয়ে সামনে এলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বিশ্বে যেভাবে করোনা দাপিয়ে বেড়াচ্ছে এমনকি উত্তর কোরিয়ায় সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে তাতে উদ্বিগ্ন কিম। আর তাই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। উত্তর কোরিয়ার শাসক দল কমিউনিস্ট পার্টির এক নীতিনির্ধারণী বৈঠকে বুধবার হাজির হয়েছিলেন কিম। সেখানেই তিনি এই আহ্বান জানান।
সব জল্পনা উড়িয়ে দিয়ে কিমের জনসমক্ষে আসা নিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার শাসক দল কমিউনিস্ট পার্টির একটি বিশাল নীতিনির্ধারণী সভায় কিম করোনা এবং টাইফুন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি বন্যা এবং সীমান্ত বন্ধ করে দেওয়ার পর অর্থনৈতিক চাপে রয়েছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির শাসক দল কমিউনিস্ট পার্টির এই বৈঠক অনুষ্ঠিত হলো। একটি বিবৃতিতে কেসিএনএ'র পক্ষ থেকে বলা হয়, বৈঠকে করোনা মহামারি রোধে গৃহীত পদক্ষেপের কিছু ত্রুটি নিয়ে আলোচনা করেছেন কিম। যদিও উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে এখনো কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়নি।
কিন্তু গত মাসে উত্তর কোরিয়ায় এক ব্যক্তির দেহে করোনা উপসর্গ পাওয়া গেলে কঠোর লকডাউন জারি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct