আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত কমছে না। রাজ্যের বিষয়ে বিভিন্ন সময়ে নানা হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে। আর তা নিয়ে শাসক তৃণমূল দল থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, রাজ্যপাল যেন বিজেপি মুখপাত্রের মতো কাজ করছেন। যদিও বিজেপি রাজ্যপালের এই ভূমিকার সাধুবাদ জানিয়েছে।
প্রায়শ দেখা যায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমফান ঝড় সব ক্ষেত্রেই রাজ্যপাল নিশানা করে আসছেন রাজ্যের শাসক দলকে। এমনকি মুখ্যামন্ত্রীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়।
Sought details as regards Bengal Global Business Summit (BGBS) @MamataOfficial from CM as FM failed to provide.
Urged to impart details of over 12.3 lac crores as ground reality does not so reflect.
We are living in times where ‘Goebbels’ stance can no longer cut ice.(1/3) pic.twitter.com/dmScQh5kYR— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 25, 2020
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এক পোস্ট করে রাজ্যপাল জগদীপ ধনকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের রাজ্য সরকার আয়োজিত গ্লোবাল বিজনেস সামিট বা বিশ্ব বাণিজ্য সম্মেলনের বিস্তারিত হিসেব চাইলেন। রাজ্যপাল মমতাকে নিশানা করে বলেছেন, বাংলার গ্লোবাল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ব্যর্থ। যদিও রাজ্য সরকার বিশ্ব বাণিজ্য সম্মেলন সফল বলে দাবি করেছিল। ধনকর অভিযোগ করেন, বিশ্ব বাণিজ্য সম্মেলনও ১২.৩ লক্ষ কোটি লগ্নির কথা গোয়েবলসের তথ্যের মতো। তাই ঠিক কতটা লগ্নি রাজ্যে হয়েছে তার হিসেব চান।
যদিও, রাজ্যপালের এই প্রশ্ন তোলা নিয়ে বিভিন্ন মহলে থেকে সমালোচনা জরা হচ্ছে। রাজ্যপাল এভাবে রাজ্যের লগ্নি নিয়ে হিসেব চাইতে পারেন কি তা প্রশ্নের মুখোমুখি।