আপনজন ডেস্ক: এবার এটিকে মোহনবাগানের জার্সি গায়ে আইএসএল খেলতে দেখা যাবে জতীয় দলের সেন্টার ফরোয়ার্ড মনবীর সিংকে। কলকাতার ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করেছেন ২৪ বছর বয়সী পঞ্জাবের এই তারকা ফুটবলার।
এর আগে কলকাতার ক্লাবের হয়ে খেলেছেন মনবীর সিং। ২০১৬-১৭ মরশুমে মহামেডানের জার্সিতে সেকেন্ড ডিভিশন আই লিগের ৬টি ম্যাচে মাঠে নামেন মনবীর। এর পর ২০১৭ তে জাতীয় দলে সুযোগ পাই মনবীর সিং। ২০১৭ থেকে এপর্যন্ত জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচে মাঠে নেমে ৩টি গোল করেছেন মনবীর। অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন তিনি।বিগত তিনটি মরশুমে মনবীর আইএসএলে এফসি গোয়ার হয়ে খেলেছেন। গোয়ার জার্সিতেই তিনি সুপার কাপ চ্যাম্পিয়ন হন।
মঙ্গলবারই মনবীরকে দলে নেওয়ার কথা এটিকে-মোহনবাগান অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে থেকে বলা হয়। টুইটে বলা হয় যে, '২০১৮ ইন্ডিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন মনবীর সিং আমাদের নতুন সদস্য। আগামী তিন বছর এটিকে-মোহনবাগান এফসির হয়ে মাঠে নামবেন জাতীয় দলের স্ট্রাইকার।'
2018 Indian Super Cup Champion @manvir_singh07 is our newest recruit!
আরও পড়ুন:
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct