আপনজন ডেস্ক: আস্ত একটা পাঁচতলা বাড়ি ভেঙে পড়ল ভর সন্ধ্যায়। আর তার ফলে ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ৭০জন আটকে রয়েছেন। যদিও যুদ্ধকালীন তৎপরতায় তাদের উদ্ধারের কাজ চলছে। আজ সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাদের কাজলপুরা এলাকায়।
এ ব্যাপারে মহারাষ্ট্রের মন্ত্রী অদিতি এস তাত্কারে বলেছেন, একটি বহুতলের তৃতীয় তল ভেঙে পড়ে। আপাতত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ২০০ জন আটকে পড়ার সম্ভাবনা রয়েছে।
রায়গড় জেলার পুলিশ সুপার জানিয়েছে, কাজলপুরা এলাকার এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে ৪৫টি ফ্ল্যাট রয়েছে। এই এলাকাটি মুম্বাই থেকে প্রায় ১৭০ কিমি দূরে। উদ্ধার কর্মীরা সরঞ্জাম সহ ঘটনাস্থলে জোর তৎপরতা চালাচ্ছেন।
(ছবি এএনআই-এর সৌজন্যে)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct