আপনজন ডেস্ক: দেশের প্রখ্যাত আয়ুর্বেদিক ও ইউনানি প্রতিষ্ঠাত হামদর্দ দাওয়াখানার স্বেচ্ছাসেবী সংস্থা হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন পিছিয়ে পড়া সমাজের ছাত্রছাত্রীদের জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষের বৃত্তির অনলাইন আবেদন করার ফরম পূরণ শুরু করল। হামদর্দ দাওয়াখানার প্রতিষ্ঠাতা হাকিম আবদুল হামিদের নামে চালু করা এই স্কলারশিপ ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য দেওয়া হবে সংখ্যালঘু সহ এসসি, এসটি, ওবিসি এমনকী সাধারণ শ্রেণিদেরও।
যারা উচ্চমাধ্যমিক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়েছে তাদেরকে এই বৃত্তি দেওয়া হবে। তবে তাদেরকে যে কোনও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যে কোনও পেশাগত বা কারিগরি কোর্সে প্রথম বর্ষে ভর্তি হতে হবে। আবেদনকারীর বয়সসীমা এ বছরের ১ জুলাই পর্যন্ত ২৫ বছর। বিস্তারিত জানার জন্য হামদর্দ ফাউন্ডেশনের ওয়েবসাইট https://www.hamdardfoundation.in দেখতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে। আবেদনকারীর অবশ্যই জিমেইল থাকতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct