আপনজন ডেস্ক: দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ওবিসি কোটায় অধ্যাপক নিয়োগে ফের করুণ দশা ফুটে উঠল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য তুলে ধরে এক ইংরেজি নিউজ পোর্টাল লিখেছে, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ওবিসি কোটার শূন্য পদে ২০২০-এর ১ জানুয়ারি পর্যন্ত কোনো ওবিসি অধ্যাপক নিয়োগ করা হয়নি।
ইউজিসি তথ্য জানিয়েছে, দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ওবিসি সংরক্ষিত ৩১৩ অধ্যাপক স্তরে নিয়োগ অনুমোদিত হয়েছে। তার মধ্যে ২০২০-এর আগস্ট মাস পর্যন্ত মাত্র ২.৮ শতাংশ পদে অধ্যাপক নিয়োগ হয়েছে।
ইউজিসির তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সারা দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ওবিসি কোটায় ৩০৪টি শূন্য পদে নিয়োগ অনুমোদন পেলেও মাত্র ৯জন ওবিসি অধ্যাপক এখন আছেন।
তুলনামূলক ভাবে অ্যাসোসিয়েট প্রফেসর পদে ওবিসি কোটায় নিয়োগের অবস্থা খানিকটা ভাল। ওবিসি কোটায় ৫.১৭ শতাংশ অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ হয়েছে। সারা দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে এই পদে ৭৩৫ জনের অনুমোদন থাকলেও মাত্র ৩৮জন নিয়োগ হয়েছেন।
তবে, ওবিসি কোটায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের হার এর থেকে বেশ ভাল। শূন্য পদের প্রায় ৬০ শতাংশ পূরণ হয়েছে। ওবিসি কোটায় ২২৩২টি শূন্য পদের মধ্যে ১৩২৭জনকে নিয়োগ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct